BBC navigation

বাংলাদেশে পাবনায় জামায়াত-পুলিশ সংঘর্ষে দুইজন নিহত

সর্বশেষ আপডেট শনিবার, 23 ফেব্রুয়ারি, 2013 08:33 GMT 14:33 বাংলাদেশ সময়
jamaat violence

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়েছে - ফাইল চিত্র

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পাবনায় পুলিশের সাথে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষে দলটির দুইজন কর্মী নিহত হয়েছে।

পাবনার পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, এই ঘটনায় অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন যাদের মধ্যে একজন গুলিবিদ্ধ।

পুলিশ বলছে, আজ পাবনায় জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে পুলিশের সাথে জামায়াতে ইসলামীর কর্মীদের এই সংঘর্ষ শুরু হয়।

হরতালের সমর্থনে জামায়াতে ইসলামীর কর্মীরা আজ সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় পুলিশ তাদের অবরোধ তুলে নিতে বলে।

এক পর্যায়ে বিভিন্ন স্থানে প্রায় তিন-হাজার জামায়াতে ইসলামীর কর্মী পুলিশের উপর হামলা চালায় বলে পুলিশ সুপার বিবিসি বাংলাকে জানিয়েছেন।

আত্নরক্ষার্থে পুলিশ এ সময় কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়েছে বলে পুলিশ সুপার বলছেন। তবে পুলিশের গুলিতে জামায়াত ইসলামীর কর্মীরা নিহত হয়েছেন কিনা সে বিষয়টি পুলিশ সুপার নিশ্চিত করছেন না।

পুলিশ সুপার বলেন, “ জামায়াতের কর্মীরাও বিভিন্ন ধরনের অস্ত্র এনেছিল। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করেছে।

তাদের নিজেরদের গুলিতেও তাদের সমর্তক নিহত হয়ে থাকতে পারে।” গতকাল শুক্রবার জেলা জামায়াতের কার্যালয়সহ বেশকিছু প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার কয়েকটি ইসলামপন্থী দল এবং সংগঠনের ডাকা বিক্ষোভের সময় বাংলাদেশের বিভিন্ন জেলা এবং শহরে যে সহিংস বিক্ষোভ হয়েছে, সেখানে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে। তার পরদিনই আজ পাবনায় আবারও দুইজন নিহত হলো।

সম্পর্কিত বিষয়

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻