BBC navigation

জয়ের একদিন পর হোয়াইট হাউজে ফিরলেন ওবামা

সর্বশেষ আপডেট বৃহষ্পতিবার, 8 নভেম্বর, 2012 01:26 GMT 07:26 বাংলাদেশ সময়

বিজয়ের পর উচ্ছসিত ওবামা পরিবার।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয়ের পর একদিন পর আবারো হোয়াইট হাউজে ফিরে গেছেন বারাক ওবামা।

এর আগে তিনি কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতাদের ফোন করেন।

ফোনে মিস্টার ওবামা আহ্বান জানান যে, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি মোকাবেলায় তিনি রিপাবলিকানদের নিয়ে একসাথে কাজ করতে চান।

নতুন নির্বাচিত হাউজ অব রিপ্রেজেনটেটিভসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের নেতা জন বোয়েনার বলেছেন যে, তিনি জরুরী সমস্যা সমাধানের জন্য ডেমোক্রেটদের সাথে কাজ করতে প্রস্তুত আছেন।

মিস্টার বোয়েনার বলেন, সরকারি রাজস্ব বাড়ানোর পক্ষে তিনি আছেন। তবে আয় অনুযায়ী কর কম-বেশী রাখার সিদ্ধান্তের বিরোধী তিনি এখনো।

তবে নিজস্ব নীতি বজায় রেখেই রিপাবলিকানরা ডেমোক্রেটদের সাথে থাকবে। বলছেন জন বোয়েনার।

বিশ্লেষকরা বলছেন, নতুন বছরে কর বৃদ্ধি এবং ব্যয় সংকোচ বাস্তবায়ন হবে –যাতে বেকারত্ব এবং মন্দা বেড়ে যাবার সম্ভাবনা আছে।

আগামী বছরে মন্দার মধ্যে দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করতে হবে পুন-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ফলে বলা যায় একটি বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছেন তিনি।

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻