BBC navigation

সুনামির দু'বছর পর ফুকুশিমা

সর্বশেষ আপডেট মঙ্গলবার, 12 মার্চ, 2013 12:32 GMT 18:32 বাংলাদেশ সময়

মেডিয়া প্লেয়ার

জাপানের উত্তরপূর্ব উপকূলে একটি ব্যাপক বিধ্বংসী ভূমিকম্প ও সুনামি আঘাত হানার দুই বছর পূর্তি হলো গতকাল সোমবার

শুনুনmp3

আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়

বিকল্প মিডিয়া প্লেয়ারে বাজান

ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুতকেন্দ্র

জাপানের উত্তরপূর্ব উপকূলে একটি ব্যাপক বিধ্বংসী ভূমিকম্প ও সুনামি আঘাত হানার দুই বছর পূর্তি হলো গতকাল সোমবার।

ওই দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুতকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চেরনোবিল দুর্যোগের পর সবচাইতে ভয়াবহ পারমাণবিক দুর্যোগের শিকার হয় জাপান।

সাম্প্রতিক মাসগুলোতে এই ফুকুশিমা বিপর্যয় খুব একটা শিরোনামে না এলেও সেখানে সমস্যা এখনও রয়ে গেছে। বিবিসির টোকিও সংবাদদাতা রুপার্ট উইংফিল্ড হেস ক্ষতিগ্রস্ত ওই পরমাণু বিদ্যুতকেন্দ্র ঘুরে দেখার একটি বিরল সুযোগ পেয়েছিলেন।

তার প্রতিবেদন শুনুন আহারার হোসেনের কাছে:

Multimedia

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻